Questions of Civic & Good Governance 2nd Paper

ভূপৃষ্ঠের পরিবর্তনে বহিঃশক্তির প্রভাব অপেক্ষা অন্তঃশক্তির প্রভাব অতিমাত্রায় প্রবল ও ভয়ঙ্কর। বহিঃশক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ধীরগতিতে পরিবর্তন আসে এবং এক্ষেত্রে সম্পদের ক্ষয়ক্ষতি ও জীবনহানির ঘটনা ঘটে না বললেই চলে। তবে অন্তঃশক্তির প্রভাবে ভূপৃষ্ঠের দ্রুত ও আকস্মিক পরিবর্তন ঘটায় সম্পদের ক্ষয়ক্ষতি ও জীবনহানির আশঙ্কা অতিমাত্রায় পরিলক্ষিত হয়।

 

A. সুনামি’ কি?

B. ‘উপকেন্দ্রে ভূকম্পনের তীব্রতা অতিমাত্রায় পরিলক্ষিত হয়’ ব্যাখ্যা কর।

C. অন্তঃশক্তির প্রভাবে সৃষ্ট ভূপৃষ্ঠের দ্রুত ও আকস্মিক পরিবর্তনের ক্ষয়ক্ষতি হ্রাস করতে তোমার মতামত ব্যক্ত কর।

D. ভূপৃষ্ঠের পরিবর্তনে একটি অন্তঃশক্তির নাম উল্লেখ কর এবং তার ফলে ভূপৃষ্ঠের যেসব বিষয়ে পরিবর্তন আসে তা উল্লেখ কর।

চর্যাগীতি → কীর্তনগান, পুঁথিসাহিত্য, গদ্যসাহিত্য।

 

A. বিজয়গুপ্তের রচিত মঙ্গল কাব্যের নাম কী?

B. টেরাকোটা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

C. উদ্দীপকে বর্ণিত ‘ক’ শিল্পটির ধরন ব্যাখ্যা করো

D. “বাঙালির সংস্কৃতির বিকাশে ‘খ’ শিল্পটির গুরুত্ব অপরিসীম”—বিশ্লেষণ করো।

এখানে বসবাস করতেন। ফেরার পথে বাহাদুর শাহ পার্কটিকে দেখিয়ে বললেন, ‘জানিস তো, এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রথম
   
  স্বাধীনতাযুদ্ধের ইতিহাস।’

 

A. ‘প্রত্ন’ অর্থ কী?

B. উত্তরা গণভবন বলতে কী বোঝো

C. নিরার দেখা ঢাকার বাইরের স্থাপত্য নিদর্শনটির বর্ণনা দাও।

D. উদ্দীপকে উল্লিখিত পার্কটি সম্পর্কে মামার শেষের বক্তব্যটির মূল্যায়ন করো

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

 

 

A. ব্রেটন উডস চুক্তি

B. পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ

C. ম্যাসট্রিচট চুক্তি/ এর বর্ণনা দাও

D. উত্তর আমেরিকা অবাধ বাজি জি

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

 

 

A. সার্ক অধিকার বাণিজ্য চুক্তি

B. পিএলও ইসরাইল

C. শুশ সন চুক্তি

D. অন্ধ হাস চুক্তি